Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মারা গেছেন সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১০:৩২ AM আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১০:৪২ AM

bdmorning Image Preview


বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন। 

বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি `হার্ট অ্যাটাক` করেছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ছিলেন।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে আইয়ুব বাচ্চুর জন্ম। সংগীত জীবনের দীর্ঘ চার দশকেরও বেশি সময়ে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন এই গুণী শিল্পী। 

আইয়ুব বাচ্চুর সংগীত জগতে যাত্রা হয় ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে। শ্রোতা-ভক্তদের কাছে তিনি এবি নামেও পরিচিত ছিলেন। মূলত রক ঘরানার শিল্পী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি দিয়েও তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। 

১৯৯১ সালে গঠিত ‘এলআরবি’ ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল তিনি। এর আগে তিনি প্রায় ১০ বছর সোলস ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট ছিলেন। 

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ’চলো বদলে যাই’, ‘রূপালি গিটার’ ‘কষ্ট পেতে ভালোবাসি’ ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ ‘অবাক হৃদয়’ ‘আমিও মানুষ’ ‘কষ্ট কাকে বলে’, ‘সুখ’, ‘মন চাইলে মন পাবে’সহ অসংখ্য গান।

Bootstrap Image Preview