চলচ্চিত্রপ্রেমী দর্শকদের এই মূহুর্তের মূল আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার, ট্রেইলার ও একটি গানও খুব ভালোভাবেই গ্রহণ করেছেন দর্শকগণ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে এবার পুরো দেশজুড়ে মোট ২৯ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দেবী’।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, পুনম হলে সিনেমাটি মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১০টি শো চালানো হবে।
এছাড়া ঢাকার বাইরে সেনা (সাভার), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা),নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চম্পাকলি (টংগী), বর্ষা (জয়দেবপুর), আলমাস ( চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), শংখ (খুলনা), মর্ডান (দিনাজপুর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মানসী (কিশোরগঞ্জ), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সত্যবতী (শেরপুর) হলে সিনেমাটি মুক্তি পাবে।
বহুল প্রতীক্ষিত এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গুনী নির্মাতা অনম বিশ্বাস। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন জয়া আহসান। এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। দেশের হল গুলোতে আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে। আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘দেবী’।
প্রসঙ্গত, গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী ওপার বাংলাতেও অভিনয়ের সু-খ্যাতি ছড়িয়েছেন। সেখানেও পেয়েছেন সম্মাননা। অভিনয়কে পাশে রেখে এবার প্রযোজকের আসনটিও গুছিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।