বারো মাসে তেরো পর্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলিত থাকলেও শারদীয়া বা দূর্গাপূজাকেই সবথেকে আনন্দের উৎসব হিসেবে পালন করা হয়। বলা হয়ে থাকে দেবী দূর্গা হলেন শক্তির রূপ, তিনি পরব্রহ্ম। অন্যান্য দেব-দেবী মানুষের মঙ্গলার্থে তাঁরই বিভিন্ন রূপের প্রকাশ।
এবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ‘দূর্গাপূজা’ কে কেন্দ্র করে সংগীত জগতে নতুন এক মিউজিকাল ফিউশন নিয়ে এসেছে বিশিষ্ট পার্কেসিয়ানিস্ট ও মিউজিসিয়ান মিঠুন দাশ। ‘দেবী’ নামে নামকরণ করা হয়েছে এ ফিউশন মিউজিকের।
গতকাল পূজোর সপ্তমীতে ‘মিঠুন দাশ’ নামে সামাজিক মাধ্যম ইউটিউবের একটি চ্যানেলে গানটি আপলোড করা হয়। ভিডিও’র শুরুতেই দেখা মেলে দেবী দূর্গার। সংস্কৃত ভাষায় গানটির কথা শোনা যায়। যেটি গেয়েছেন রন্টি দাশ এবং মিঠুন দাশ নিজেই। এছাড়া গিটারে ছিলেন সাইদ রহমান, বেইজে সোহেল মাহমুদ, বাশির ভূমিকায় ছিলেন জালাল আহমেদ এবং মিক্সিং মাস্টার রাজিব রহমান।
বিশিষ্ট পার্কেসিয়ানিস্ট মিঠুন দাশের ছেলেবেলা কাটে চট্টগ্রামে। সেখানেই বড় হয়ে ওঠেন। ধীরে ধীরে সঙ্গীতের সঙ্গে জড়িয়ে ফেলেন নিজেকে। তিনি ইতিমধ্যে বাংলা সংগীত জগতের বহু গুণী এবং স্বনামধন্য গায়ক, সুরকারদের সঙ্গে কাজ করেছেন। সেই সাথে সংগীত সম্পৃক্ত নিজের জ্ঞানের পরিধি আরও বাড়িয়েছেন। সামাজিক মাধ্যম ইউটিউবে তার চ্যানেলটিতে প্রায়ই নিজের করা ভিন্ন আঙ্গিকের সকল গান দর্শকদের উপহার দিয়ে থাকেন।
এমন ভিন্ন ধরণের নির্মান নিয়ে শিল্পী মিঠুন দাশ বিডিমর্নিং-কে বলেন, ‘মা’কে উৎসর্গ করে আসলে আমার এ নির্মাণ। তবে এটা যে আমার সম্প্রদায়ের জন্যেই বানিয়েছি তা নয় বরং সকল সম্প্রদায়কেই উপহার সরূপ দিতে চেয়েছি। তবে এটা সত্যিই আমার জন্য খুব আনন্দদায়ক অন্তত বাংলা গানের জগতে এমন কিছু একটা আনতে পেরেছি আমি। দুঃখের বিষয় এই যে আমাদের দেশে এমন অনেক ইন্সট্রুমেন্টাল আর্টিস্ট আছেন তবু এমন ফিউশন সচরাচর শোনা যায় না। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের কথাই ধরা যাক, তারা এদিক থেকে খুবই অগ্রসর। শ্রোতাদের জন্য প্রায়ই এমন উপহার দিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করছি শ্রোতারা আমার এ নির্মান পছন্দ করবেন। এবং আমিও তাদের জন্য এমন উপহার বানাতে থাকবো। আসছে ঈদ-এ মিলাদুন্নবী নিয়ে ও আমার পরিকল্পনা রয়েছে। আশা করি ভালো কিছুই দিতে পারবো।’
বলা হয়ে থাকে, দেবীর তর্জনীতে ধরা সুদর্শন চক্র তাঁর শুভতার লালন ও অশুভের বিনাশের ইচ্ছার প্রকাশ। দূর্গার হাতে ধরা তলোয়ার জ্ঞানের ইঙ্গিত ও ত্রিশুল হলো সত্ত্ব, রজঃ ও তমঃ গুণের প্রকাশ। দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয়-শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা।
আর মিঠুন দাশের নির্মিত এ ফিউশন মিউজিকের সমাপ্তিটাও ঠিক একইভাবে করা হয়। ভিডিওতে দেবী দুর্গার উল্লেখিত দিকগুলোরই দেখা মিলে।