কাশফুলের কোমল ছোঁয়ায় বাপের বাড়ি ঘুরতে এসেছেন মা দুর্গা। সিঁথিতে তার সিঁদুর রাঙা, পরনে বাহারি শাড়ি। খুব অল্প সময়ের জন্য এলেও আনন্দের বাহার নিয়ে হাজির হন তিনি।
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বাংলা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত দুর্গাপূজা পালিত হয়। এই পাঁচটি দিনকে বলা হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। আশ্বিন মাসের শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ। আর এই দেবীপক্ষের সূচনার অমবস্যার নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পন করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
মা দুর্গার সাথে বাহারি সাজে সেজে উঠেন বাঙালি নারীরা। রমণীদের এমন সাজের কথা মাথায় রেখেই বিডিমর্নিং আয়োজন করেছে এক বর্ণিল ফটোশুট। চলুন দেখে নেয়া যাক তার এক ঝলক-