ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার মাঝে এক স্বর্গীয় অনুভূতি কাজ করে। সকল প্রেমিক যুগল বিয়ের মাধ্যমে নিজেদের প্রেমকে পূর্ণতা দানের সুধা পান করতে চায়। কিন্তু ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার পরও যখন নিজের করে পাওয়া হয় না, সেটি বেদনার।
প্রগতিশীল সংগীতশিল্পী নুসরাত কৃতির প্রথম সলো গানের মিউজিক ভিডিওতে এমনই এক চিত্র ফুটে উঠবে। ‘কাছে আসো না, ভালোবাসো না, তুমি আমারই কেন বোঝনা...’ এমনই কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন নির্ঝর চৌধুরী। সঙ্গীতায়োজনে ছিলেন মার্সেল।
গানটি প্রসঙ্গে কৃতি বলেন, ‘এটা আমার ফার্স্ট সলো। নিজের গান বলতে এটিই প্রথম রিলিজ হচ্ছে। আরো কিছু গান রিলিজের অপেক্ষায় রয়েছে। আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। শ্রোতারা ভুলে যাবে এমন গানে নিজেকে ব্যস্ত রাখতে চাই না। আমি আমার গানের মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করে নিতে চাই।’
কৃতির এই গানটি একটু ভিন্ন ঘরানার। রোমান্টিক হলেও এই গানে ক্লাসিক্যালের ছোঁয়া আছে। বেশ বড় পরিসরে আয়োজিত এই গানটির মিউজিক ভিডিও বানিয়েছেন তরুণ নির্মাতা সোহেল রাজ। গানটিতে মডেল হয়েছেন রিয়াসাত শুভ ও নুসরাত কৃতি।
মডেল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গায়িকা, মডেল নয়। মডেল না হয়েও কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছি। বৃষ্টির দৃশ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে ইউনিটের সবাই খুব মজা করে কাজটি করেছি। দর্শকের পছন্দ হলে কষ্টগুলো সার্থক হবে।'