হঠাৎই সাদা শার্ট পরা ছেলেটার উপরে প্রচণ্ড রেগে গেলেন কলকাতার জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব। চোখের পলকে গুণে গুণে তিনটি চড় বসিয়ে দিলেন এক নবীন অভিনেতার গাল ও মাথাকে উদ্দেশ্য করে। সম্প্রতি এমনই একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার থেকে যেটা রীতিমতো ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, নাম পরিচয় না জানা ওই যুবকের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছেন দেব। এক পর্যায়ে তেড়ে গিয়ে চড় বসিয়ে দেন। পাশে থাকা বেশ কিছু লোক দেবকে তখন টেনে সরাতে পারছেন না। এমনকি ঘটনার সময় নায়ক দেবের পেছনে নায়িকা পূজাও ছিলেন। তিনিও দেবকে শান্ত করার চেষ্টায় ব্যর্থ।
কিন্তু কী এমন হল, যাতে ওই অভিনেতার গায়ে হাত তুললেন দেব? শনিবার রাতে এ নিয়ে মুখ খোলেননি দেব বা তার টিমের কোনও সদস্যই। বরং প্রশ্ন করলে তারা বিষয়টি গণমাধ্যমের কাছে এড়িয়ে গেছেন। তবে রবিবার সকালে জানা গেল অন্য ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ মহলের কথায়, ছবির প্রোমোশনের ক্ষেত্রে বরাবরই দেবের অন্য রকম ভাবনা থাকে। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ও ‘কবীর’-এ তা দেখেছেন দর্শক। তার ‘হইচই আনলিমিটেড’ মুক্তি পাবে ১২ অক্টোবর। এবারও প্রোমোশনের জন্য আলাদা কিছু ভেবেছেন দেব। এই ভিডিও নাকি তারই অংশ।
অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হইচই আনলিমিটেড’ পুজোর বক্স অফিসের লড়াইয়ের অন্যতম দাবিদার। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়- ছবি হিট হওয়ার অনেক মশলাই রয়েছে। তবে দেবের প্রোমোশন নিয়ে ইউনিক আইডিয়া তাতে আরও কত পয়েন্ট যোগ করতে পারে তার রেজাল্ট বেরোবে আগামী ১২ অক্টোবর।
এদিকে, শনিবার রাত পর্যন্ত দেবের ওই চড় মারার ঘটনা নিয়ে বিভিন্ন মহলে বহু আলোচনা হয়েছে। দর্শক কার্যত দুই ভাগে বিভক্ত। কেউ দেবের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। কারও প্রশ্ন, দেব তো পাবলিক ফিগার, অভিনেতা এবং সাংসদ। তার কি প্রকাশ্যে এমন আচরণ শোভা পায়! কেউ কেউ আবার দেবের পাশেও দাঁড়িয়েছেন।
ভিডিওটি ভাইরাল হতে না হতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। নেটিজেনদের কেউ কেউ বলছেন, দেব থেকে এমনটা আশা করা অসম্ভবের কিছু নয়।
কেউ আবার নিজের মনের ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘দেব নায়ক হয়েছ কিন্তু মানুষ হওনি।’ অনেকই প্রশ্ন তুলেছেন কি হয়েছিল? কেন দেব মেজাজ হারালেন?
নেটিজেনদের একাংশ বলছেন, সে কথার আগে প্রশ্ন আসে এমন কাজ কি এত বড় তারকার সাজে?