Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, জুন ২০২৪ | ১০ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়াল কিলার শ্যামলের প্রেমে পড়েছেন ঊর্মিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ AM আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ AM

bdmorning Image Preview


সিরিয়াল কিলার শ্যামল মাওলাকে ধরতে তারই এলাকায় বাসা ভাড়া নেন পুলিশ অফিসার ঊর্মিলা শ্রাবন্তী কর। কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। আসামিকে ধরতে এসে তার প্রেমে পড়ে যান ঊর্মিলা। বাস্তবে নয়, নতুন একটি নাটকে এমনই গল্পে হাজির হবেন শ্যামল ও ঊর্মিলা।

শ্যামল মাওলা বলেন, আমার চরিত্রটা একজন গুন্ডার যে কিনা প্রফেশনাল কিলার। আমি যে এলাকায় থাকি সেখানে নতুন একটি বাসায় ওঠে ঊর্মিলা। সে তার পরিচয় গোপন রাখে। সে এই এলাকায় আসে মূলত আমাকে ধরার জন্য। এরপর শুরু হয় নতুন টুইস্ট। খুব সুন্দর একটা কাজ করেছি বলবো। সবার ভালো লাগবে।

অন্যদিকে ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, একজন পুলিশের চরিত্রে এ নাটকে অভিনয় করেছি। শ্যামলকে ধরার জন্য পরিচয় লুকিয়ে তার এলাকায় উঠি। একটা সময় তার সাথে প্রেমও হয়ে যায়। গল্পে দারুণ একটা টুইস্ট আছে।

আওরঙ্গজেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। গত সোমবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় প্রণয় তীর্থ শিরোনামের এই নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

Bootstrap Image Preview