‘স্যরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি। পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্খীদের কাছে। কখনও যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন।
আমার চারপাশের কঠিন পরিস্থিতি ও শারীরিক সমস্যার কারণে কিছু জটিলতায় ভুগছিলাম। তবে এটাও মানছি, সব তা না। নিজের ব্যাপারেও সতর্ক ছিলাম না, ভুলত্রুটি যতটুকু পারি শুধরে নেয়ার চেষ্টা করবো। কারণ শেখার না আছে শেষ, না আছে বয়স। আজ না হয় পুরনো কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করি সব। আমরা সবাই এক।
আমিও সবাইকে ক্ষমা করলাম, যাদের কারণে আমি কষ্ট পেয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের সবাইকে...’ গত রবিবার (২৩ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো জানিয়েছেন ছোট পর্দার প্রিয় মুখ সারিকা।
এদিকে সারিকার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ রয়েছে। অশিল্পী সুলভ আচরণের জন্য মডেল অভিনেত্রী সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গত ২৮ জুলাই সংঠগঠনটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকাকে নিষিদ্ধ কার্যকর শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন সারিকা। তাইতো পেছনের সব ঘটনা দূরে সরিয়ে আবারও নতুনভাবে শুরু করতে চান তিনি।