Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যক্তিগত জীবনে পরিণীতি আমার যোগ্য স্ত্রীঃ অর্জুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৯ AM আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৯ AM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেতা অর্জুন কাপুর। ইশকজাদে ছবির মাধ্যমে বলিউডে তার পথচলা শুরু। সেই ছবিতে অর্জুনের সাথে জুটি বাঁধেন পরিণীতি চোপড়া। সেখান থেকেই প্রিয় জুটির তালিকায় রয়েছেন তারা।

দর্শকের পাশাপাশি অর্জুনের দাদিরও পছন্দ পরিণীতিকে। কেবল পছন্দই নয়, পরিণীতিকেই অর্জুনের যোগ্য স্ত্রী হিসেবে দেখেন তিনি। তাদের আসন্ন ছবি 'নমস্তে ইংল্যান্ড'র প্রচারে এমনটাই জানিয়েছেন অর্জুন।

তিনি আরো জানান, ছবির ট্রেলার দেখার পর আমার দাদিমা আমায় বললেন যে আজ পর্যন্ত আমি যে কজন অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছি তাদের মধ্যে পরিণীতির পাশেই আমাকে সবচেয়ে ভালো লাগে। এমনকি তার এও মনে হয় যে ব্যক্তিগত জীবনেও পরিণীতি আমার যোগ্য স্ত্রী।

এদিকে অর্জুনের এমন কথার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, তুমি যদি সেলেব্রিটির ছেলে না হতে তোমার দিকে কেউ ঘুরেও তাকাত না। তোমার মধ্যে সেলেব্রিটি সুলভ কোনও ব্যাপারই নেই। দেখতেও অতি সাধারণ। পরিণীতি চোপড়া তো দূরের কথা, তোমায় কোনও সাধারণ মেয়েও কোনও দিন জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে না।

অর্জুন সেই ব্যক্তির টুইটের জবাবে লিখেছেন, স্যার, আমি সাধারণ না অসাধারণ সেই সিদ্ধান্ত আপনার নয়। সিদ্ধান্তটা একান্তই আমার। আর কোন নারী আমায় জীবনসঙ্গী হিসেবে বাছবে কি না বাছবে, তার উপরে একজন পুরুষের জীবন তৈরি হয় না। পুরো ব্যপারটাই সভ্যতা, ভদ্রতা, ভালো মানুষ হওয়ার উপর নির্ভর করে।

এদিকে অর্জুনের জবাবের পরেই তার ভক্তরা ওই ব্যক্তিকে উল্টে কটাক্ষ করে বলতে শুরু করে, অর্জুন যথেষ্ঠ ভদ্র যে আপনাকে এভাবে শান্ত হয়ে উত্তর দিয়েছেন। অন্য কেউ অর্জুনের জায়গায় হলে আপনাকে ভালোই অপমানিত হতে হতো। তারপরই সেই ব্যক্তি নিজের টুইট ডিলিট করে দেন।

Bootstrap Image Preview