Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, জুন ২০২৪ | ১০ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শায়লার সংসারে নতুন অতিথি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪২ AM আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪২ AM

bdmorning Image Preview


কন্যা সন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী শায়লা সাবি। গত শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন শায়লা।

শায়লা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, যারা আমার এবং আমার বাচ্চার জন্য দোয়া করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ্‌ বেবি এখন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে বেশ ভালো আছে। যারা পাশে ছিলেন সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ব্যবসায়ী সাব্বির আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শায়লা। বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী। স্বামী, সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এবার তার সংসারে যুক্ত হলো নতুন অতিথি।

চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান শায়লা সাবি। এরপর থেকে টিভি নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় প্রিয়া তুমি সুখী হও (২০১৪) ছবির মাধ্যমে বড় পর্দায় শায়লা সাবির অভিষেক হয়। ২০১৫ সালে মুক্তি পায় আকরাম খান পরিচালিত ঘাসফুল। এছাড়া ক্রাইম রোড নামে আরও একটি ছবি মুক্তি পেয়েছে তার। এদিকে তানিম রহমান অংশু পরিচালিত আদি ছবিতে অভিনয় করেছেন শায়লা। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

Bootstrap Image Preview