ঢাকাই চলচ্চিত্রের প্রিয় মুখ পরীমনি। খুব অল্প সময়েই তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন। সুবিধাবঞ্চিত অভিনয় শিল্পীদের সাহায্যে এগিয়ে এসেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার উপস্থিতি নজরে এসেছে। এবার নির্বাচনে লড়বেন এই অভিনেত্রী।
জাতীয় বা স্থানীয় পর্যায়ের নির্বাচন নয়, সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনে লড়ার। সবকিছু ঠিক থাকলে পরীমণি আগামী বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে ফিল্মপাড়ার অনেকেই আমাকে এ পরামর্শ দিয়েছেন। প্রথমে খুব একটা পাত্তা দেইনি। পরে ভেবে দেখলাম, বিষয়টা মন্দ নয়। আমি সবসময় চেয়েছি শিল্পীদের জন্য কাজ করতে। হোক সেটা প্রত্যক্ষভাবে, নয়তো নেপথ্যে। আর যেহেতু সমিতিটা শিল্পীদের তাই নির্বাচন করা যেতেই পারে। এখানে তো আমরা আমরাই। অর্থ্যাৎ সবাই তো ফিল্মপাড়ার।’
কোন পদে নির্বাচনের ইচ্ছা রয়েছে তা এখনই বলতে নারাজ পরী। তবে মাঠে যেহেতু নামবে তাই বড় পদের জন্যই নামার ইচ্ছা তার, এমনটিই ইঙ্গিত দিয়েছেন তিনি।