বহু বিবাহের রোগ রয়েছে মহাব্বত হাওলাদারের। এর আগে ১২ বার বিয়ে করেছেন তিনি। মেয়ের ঘরে নাতির জন্য পাত্রী দেখতে গিয়ে মহাব্বত হাওলাদার নিজেই বিয়ে করেন সেই পাত্রীকে। মহাব্বত হাওলাদারের তের নম্বর বউ হয়ে আসেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনা।
‘লাকি থার্টিন’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে তের নম্বর বউ হতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ধারাবাহিকটিতে অহনা অভিনয় করছেন লাকি চরিত্রে। মহাব্বত হাওলাদারের চরিত্রে থাকছেন গুণী অভিনেতা আমিরুল হক চৌধুরী। এটি নির্মাণ করেছেন ছন ফরিদুল হাসান।
ছন ফরিদুল হাসানের পরিচালিত ধারাবাহিকটির প্রথম লটের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে বলে জানান নির্মাতা। খুব শিগগিরই দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। এতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, হুমায়রা হিমু, ফারজানা ছবি, সিদ্দিকুর রহমান প্রমুখ।
ধারাবাহিকটি প্রসঙ্গে অহনা বলেন, এতে নাম ভূমিকায় আমি অভিনয় করছি। চরিত্রটি অনেক মজার। দর্শকরা ধারাবাহিকটি দেখলে বেশ আনন্দ পাবে। এছাড়া নির্মাতা ফরিদ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। খুব যত্ন নিয়ে তিনি কাজ করেন।
ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, হুমায়রা হিমু, ফারজানা ছবি, সিদ্দিকুর রহমান ও খালেদা আক্তার কল্পনা।