Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সজল-নওশাবার ‘পলাতক মুহূর্ত’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৯ AM আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


স্বামী-স্ত্রীর মিষ্টি মধুর সংসার। নানা রকম খুনসুটি, হাসিকান্না আর রোমান্সে ভরপুর তাদের জীবন। হঠাৎ করেই অদ্ভূত এক বায়না ধরে নওশাবা। হারিয়ে যায় সজলের জীবন থেকে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় তাকে। কিন্তু এ এক অন্য নওশাবা।

বাস্তবে নয়, এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক পলাতক মুহূর্ত। নাটকটি রচনা করেছেন শরীফ সুজন ও পরিচালনা করেছেন ফায়জুল রথি। চিত্রগ্রহণে ছিলেন এস আর নিহাদ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক রথি বলেন, নাটকটি সব ধরনের দর্শকের কথা চিন্তা করেই নির্মাণ করা হয়েছে। এই নাটকে দর্শক ভিন্ন স্বাদ পাবে। নাটকজুড়েই থাকবে একটি চাপা উত্তেজনা, যা দর্শক উপভোগ করবে।

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ঈদের একদিন আগে জামিন পান কাজী নওশাবা আহমেদ। জেল থেকে বের হওয়ার পর এটিই নওশাবা অভিনীত প্রথম খণ্ড নাটক প্রচার হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে নাটক পলাতক মুহূর্ত

Bootstrap Image Preview