Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের শাকিবের সমালোচনায় নিপুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪০ AM আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪০ AM

bdmorning Image Preview


ঢাকাই কিং শাকিব খান। তার সঙ্গে অভিনয়ের জন্য অনেক নায়িকা লাইন দিয়ে রাখেন। তার সাথে অভিনয়ের সুযোগ পেলে অনেকেই নিজেকে সৌভাগ্যবতী মনে করেন। কিন্তু সে দিক থেকে পুরোপুরো ভিন্ন চিত্রনায়িকা নিপুণ। তিনি শাকিবের সাথে কোন ছবিতে কাজ করতে চান না। কারণ হিসেবে এই নায়িকা জানিয়েছেন, শাকিব অন্য দেশপ্রেমী।

এ প্রসঙ্গে নিপুণ বলেন, শাকিব অন্য দেশপ্রেমী, তার সাথে আর অভিনয় করব না। আমি অন্য দেশ থেকে বাংলাদেশে চলে এসেছি। আমি আমার দেশের টাকা অন্য দেশে দিব না। ওর সাথে ছবি করতে গেলে দেখা যাবে পরিচালক-প্রযোজক অন্য দেশ থেকে এসেছে।

গেল বছরের জুলাই মাসে শাকিব খানের এক বক্তব্যের জের ধরে শাকিবের শিক্ষাগত যোগ্যতা, তার নানা কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন নিপুণ। শিল্পীদের সম্মান দিয়ে কথা বলার জন্য নায়ককে পরামর্শ দিয়েছিলেন তিনি। বছর না গড়ানেই ফের শাকিবের সমালোচনা করলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে রত্নগর্ভা মা ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নিপুণ। সেই ছবিটি মুক্তি না পেলেও একই বছর পিতার আসন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। শাকিবের সঙ্গেও জুটি বেঁধেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন নিপুণ। ২০০৬ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় সাজঘর ছবিতে অভিনয় করে সেরা পার্শ চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর ২০০৮ সালে মুহম্মদ হান্নানের পরিচালনায় চাঁদের মতো বউ ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। মাঝে মধ্যে নাটকে দেখা মেলে তার।

Bootstrap Image Preview