রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বরাদ্দ বিধি ১৩ মোতাবেক প্লট পেতে যাচ্ছেন জনপ্রিয় তিন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ, অপি করিম ও অঞ্জনা সুলতানা।
জানা গেছে, মাহফুজ আহমেদ ও অপি করিমকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে পাঁচ কাঠা আয়তনের এবং অঞ্জনাকে তিন কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেয়া হবে। দুয়েক দিনের মধ্যে অভিনেতা ও অভিনেত্রীদের প্লট দেয়ার চিঠি রাজউকে পাঠানো হবে। এরপর বিষয়টি বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বরাদ্দপত্র দেয়া হবে।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির ভিত্তিতে এসব অভিনেতা-অভিনেত্রীকে প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। এর বাইরে নতুন করে অনেককে প্লট বরাদ্দ দেয়া হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।