জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাইন্ড ডিজাইনার শহজিৎ কোয়েরির। হঠাৎ স্ট্রোক করলে তাকে তড়িঘড়ি বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা বন্ধ হয়ে ছিল। সে সময় তার পাশে দাঁড়ান মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
জানা যায়, বান্দ্রার লীলাবতী হাসপাতালে স্ট্রোক বুঝা গেলেও অর্থের অভাবে চিকিৎসকরা চিকিৎসা করছিলেন না। তাকে সেভাবেই ফেলে রেখেছিলেন। এমনই অভিযোগ করেছেন শহজিৎ এর পরিবারের সদস্যরা। বেশ কয়েকঘণ্টা তাকে এইভাবে ফেলে রাখা হয়েছিল। ভড়কে গিয়েছিলেন শহজিতের পরিবারের সদস্যরা।
ঘটনা জানার পরেই আমির খানের উদ্যোগে সঙ্গে সঙ্গে তাকে লীলাবতী হাসপাতাল থেকে সরিয়ে আন্ধেরির ধীরুভাই আম্বানির হাসপাতালে নিয়ে আসা হয়। আমিরের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করে শহজিতের চিকিৎসা শুরু হয়। এখন অনেকটাই সুস্থ শহজিৎ।