শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবিটি ব্যপক সাফল্য পেয়েছিলো। ছবির ‘দিল দিল’ গানটি এখনো বেশ জনপ্রিয়। তিন বছর পর নির্মিত হতে যাচ্ছে ছবিটির সিক্যুয়াল ‘বসগিরি ২’। আগের ছবির বাজেট ছিলো ৩ কোটি, এবার সেটি বেড়ে হয়েছে ৫ কোটি টাকা।
‘বসগিরি’ ছবিটি প্রযোজনায় ছিল প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস। সিক্যুয়ালও এই প্রযোজনা সংস্থা থেকেই নির্মাণ হতে যাচ্ছে। এ প্রসঙ্গে প্রযোজক টপি খান বলেন, ‘আগেরবার লগ্নিকৃত পুরো টাকা উঠে এসেছে। সেজন্য ‘বগসিরি ২’ নির্মাণ করতে যাচ্ছি। এবার বাজেট আরও বেশি। ‘বসগিরি ২’ ছবির সম্ভাব্য বাজেট হবে ৫ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই ছবির শুটিং শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘আগের চেয়ে ছবির মার্কেট ভালো হয়েছে। গত একবছর ধরে এটা অবজার্ভ করেছি। ভালো গল্প, মেকিং, প্রপার মার্কেটিং ও বেশি বাজেট বিনিয়োগ করলে টাকা তুলে আনা সম্ভব। যেজন্য ‘বগসিরি ২’ এর বাজেট নির্ধারণ করেছি ৫ কোটি টাকা। প্রথম ছবি ব্যবসা সফল হয়েছে বলে আবার সিক্যুয়াল করতে যাচ্ছি।’
এরইমধ্যে ‘বসগিরি ২’ তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। তবে তার নায়িকা হিসেবে কে থাকছেন সেটি এখনো চূড়ান্ত নয়। শোনা যাচ্ছে, ছবিতে তার দু’জন নায়িকা থাকবে। এবারও ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।
প্রসঙ্গত, বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। বাংলাদেশ ও ভারতের চিত্রনাট্যকার মিলে ঠিক করছেন ‘বসগিরি ২’ এর গল্প। পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হবে ছবিটি। দর্শকরা ‘বসগিরি ২’ ছবির সবকিছুতেই ধামাকা পাবেন।