Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রিয়াঙ্কা-নিকের মন দেয়া-নেয়ার গল্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৪ PM আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৪ PM

bdmorning Image Preview


মার্কিনি গায়ক নিকের সঙ্গে বলিউড নায়িকা প্রিয়াঙ্কার মন দেয়া-নেয়া নিয়ে বলিউড পাড়ায় আলোচনার কোনো কমতি ছিলো না। হাজার লুকানার চেষ্টা করলেও পাপারাজ্জির নজর এড়াননি এই জুটি। বরাবরই সামনে এসেছে এই জুটির একান্তে কাটানো মুহূর্তের কথা। এরপর একদিন আচমকাই বিদেশ থেকে মুম্বাইতে নিককে নিয়ে আসেন ‘দেশি গার্ল’। একান্তে গোয়াতে গিয়ে সময়ও কাটান দুজন।

প্রিয়াঙ্কা-নিকের কাটানো ব্যক্তিগত সময়ের কথা যতই সামনে এসেছে, ততই মাথাচাড়া দিয়েছে কবে চার হাত এক হচ্ছে সেই প্রশ্ন। এবার সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান পর্ব সেরে ফেলেছেন দুজনে। কিন্তু কীভাবে জুটি বাঁধার মতো এত বড় সিদ্ধান্ত নিলেন তারা। নিজের মুখেই সেকথা জানিয়েছেন নিক।

নিক জোনাস এক সাক্ষাৎকারে বলেন, ‘বাগদানের পাঁচ মাস আগেও নিজেরাও জানতেন না যে, তারা একে অপরের কত কাছে চলে এসেছেন। নিক বলেন, ‘এক বন্ধুর মাধ্যমে আমাদের আলাপ হয়েছিল। এরপর আমরা কথা বলতে শুরু করলাম। তখনই আমরা একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিই। এরপর ঘনিষ্ঠরা আমাদের নিয়ে অনেক কিছু বলতে শুরু করল। আর সেই কথাগুলোই একদিন সত্যি হয়ে গেল।’

মার্কিন এই পপ তারকা আরও বলেন, ‘আজ আমরা এনগেজড। আমাদের গল্পটা যেন নিজের থেকেই লেখা হয়ে গেল। এটা খুব তাড়াতাড়িই যেন হয়ে গেল। আমরা জানতাম, যা করছি ভুল করছি না। ব্যাস, ঝাঁপিয়ে পড়লাম। এখন আমরা খুব খুশি।’

Bootstrap Image Preview