বলিউড তারকা কারিনা কাপুর খান সম্পর্কে জানেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। পারিবারিক সূত্রে ‘স্টার কিড’ হওয়ার কারণে তার বাচনভাঙ্গি সর্বদাই ছিলো অন্যদের থেকে আলাদা। হয়ত এটাই কারণ ছিলো তার ক্যারিয়ার জীবনে অন্য তারকাদের সঙ্গে বিবাদের। এবার প্রকাশ্যেই দিয়া মির্জাকে অপমান করেছেন কারিনা।
সম্প্রতি ভারতের লক্ষ্ণৌতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা কাপুর, দিয়া মির্জা এবং নম্রতা শিরোদকার। সেই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী অভিনেত্রীদের সালওয়ার কামিজ এবং তেরঙা দোপাট্টা নিয়ে হাজির হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের নিয়ম পালন করেই নিজেদের সাজিয়ে তোলেন দিয়া এবং নম্রতা।
কিন্তু কারিনা ছিলেন তাদের চেয়ে ব্যতিক্রমী। লেহেঙ্গার সঙ্গে ভারি গয়না পরে হাজির হয়েছিলেন কারিনা।
কারিনার পোশাক দেখে দিয়া এবং নম্রতা অবাক হয়ে যান। কারিনা যাতে পোশাক পাল্টে ফেলেন, তাকে এমন পরামর্শ দেন দিয়া মির্জা। এতে সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে ওঠেন কারিনা। কারিনা প্রশ্ন তোলেন, ‘কে তুমি আমায় জ্ঞান দেওয়ার’? সেই ঘটনার পরপরই চুপ করে যান দিয়া মির্জা এবং নম্রতা শিরোদকার।
এদিকে, কারিনার কাছে অপমানিত হয়ে নিজেকে মেকআপ রুমে বেশ কিছুক্ষণের জন্য বন্ধও করে রাখেন দিয়া। এরপর তার মেকআপ রুমের দরজায় কেউ আঘাত করতে শুরু করেন। শব্দ শুনে দরজা খুলতেই অনুষ্ঠানের এক কর্মকর্তা তার জানতে চান, অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য দিয়া কি তৈরি? কারিনা জানতে চাইছেন।
এরপর দিয়া মির্জার সঙ্গে একই মঞ্চে হাজির হন কারিনা কাপুর। এবং এমন ব্যবহার করেন যে কিছুই যেন হয়নি। এসবের পর পরই দিয়া বলেন, কারিনা মিষ্টি মেয়ে এবং ভাল অভিনেত্রী। কিন্তু রেগে গেলে করিনার জ্ঞান থাকে না বলেও মন্তব্য করেন দিয়া মির্জা।