Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কানাডা থেকে ফিরেই আরবে ছুটলেন নিরব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৯ AM আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৯ AM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নিরব। প্রবাসীদের হাসি, কান্না, সাফল্যের গল্প শুনে সবে মাত্র কানাডা থেকে ফিরেছেন। তবে দেশে এসে অবসর কাটানোর সুযোগ নেই তার। এবার আরব আমিরাতের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের কথা শুনবেন তিনি।

আগামী বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন নিরব। পরদিন (১৪ সেপ্টেম্বর) তুর্য নাসিরের তত্ত্বাবধানে শারজাহ নগরীর শারজাহ এক্সপো সেন্টারে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন এই অভিনেতা। মেঘের ভাজে ভেসে ভেসে দূর দেশে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতেই ছুটে চলেছেন প্রিয় মুখ নিরব।

এ প্রসঙ্গে নিরব বলেন, 'রাজকামাল প্রেজেন্টস প্রবাসে দেশপ্রেম অনুষ্ঠান শুরু করবো। ১৫ তারিখে এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবো স্টেডিয়ামে বসে। এরপরেই শুরু হবে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সাফল্য সন্ধান।'

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ের আড়ালে রক্তক্ষরণের গল্প, প্রবাস জীবনের হাহাকারের গল্প, সফল মানুষদের গল্প শুনছেন নিরব। এসব দেখা যাবে এটিএন বাংলার পর্দায়।

Bootstrap Image Preview