সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আক্রমণের শিকার হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাকে ‘যৌনকর্মী’ বলে আখ্যা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এমন ঘটনায় মর্মাহত এই অভিনেত্রী।
ঘটনার পরই বিষয়টি নিয়ে টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অভিনেত্রী স্বরা। এরই পরিপ্রেক্ষিতে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অ্যাকাউন্ট ব্লক করে টুইটার কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি পরিচালক বিবেক।
সম্প্রতি ‘ভিরে দি ওয়াডিং’ ছবিতে একটি ‘যৌন আবেদনময়ী’ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় স্বরাকে। ওই দৃশ্যে অভিনয় করার জন্য বারবার সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য ও আক্রমণের মুখে পড়তে হয়েছে স্বরাকে।