বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাদের প্রথম সন্তান তৈমুর আলি খান জন্মের পর থেকেই চিত্রসাংবাদিকদের নজর কেড়েছে। বয়স দুই বছর হলেও বাবা-মায়ের চেয়ে জনপ্রিয়তায় কোন অংশে কম নয় তৈমুর। শোনা যাচ্ছে, ফের মা হওয়ার পরিকল্পনা করেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি চলচ্চিত্র সমালোচক কোমাল নেহেতার নতুন শো ‘স্টারি নাইটস’ এর দ্বিতীয় পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন কারিনা কাপুর ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরা। সাক্ষাৎকারে কারিনাকে জিজ্ঞেস করা হয়, তৈমুরের পর তাঁর ও সাইফের দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা আছে কি না। উত্তরে কারিনা বলেন, ‘দুই বছর পর।’
ওই সময় অমৃতা বলেন, ‘আমি তাঁকে (কারিনা) বলেছি, সে যদি ফের অন্তঃসত্ত্বা হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে যেন আমাকে জানায়, কারণ আমি দেশ ছেড়ে চলে যাব।’
এক সাক্ষাৎকারে কারিনা বলেছেন, ‘তৈমুরের প্রতিটি পদক্ষেপের নজরদারি করা হচ্ছে। এটা আমি পছন্দ করি না। মানুষ এখনই ওর চুলের স্টাইল থেকে শুরু করে সবকিছু নিয়ে কথা বলা শুরু করেছে। আমি জানি না, কীভাবে এসব নিয়ন্ত্রণ করব। আমার মনে হয়, তৈমুর অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আর সে ক্যামেরার সামনে ঠিকমতো তাকায়।’
প্রসঙ্গত, ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুর আলি খানের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের দর্শন পেতে কারিনা-সাইফ ভক্তদের আরো দুই বছর অপেক্ষা করতে হবে।