Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, জুন ২০২৪ | ৯ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমের গোপন কথা ফাঁস করলেন নিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৬ AM আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩০ AM

bdmorning Image Preview


মার্কিন সংগীত তারকা নিক জোনাসের প্রেমে ডুবে আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এরইমধ্যে বাগদান সেরেছেন তারা। খুব শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। তবে এরইমধ্যে এক সাক্ষাৎকারে প্রিয়াংকার সঙ্গে প্রেমের গোপন কথা ফাঁস করলেন নিক। নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

নিক জোনাস বলেন, প্রিয়াংকাই সেরা। এক বন্ধুর মাধ্যমে প্রিয়াংকার সঙ্গে আমার আলাপ হয়। এরপর আমরা ক্ষুদে বার্তার মাধ্যমে নিজেদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে তুলি। বছর খানেক আগে একটি অনুষ্ঠানে আমাদের দেখা হয়। আমরা খুব ভালো সময় কাটাই বন্ধুর মতো।

তিনি আরও বলেন, আমার মনে হয় এখন থেকে ৫ মাস আগে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিই, এখনই সামনে আগানোর উপযুক্ত সময় এবং আমরা সুখী হবো।

জানা যায়, লন্ডনে প্রিয়াংকার জন্মদিনে তাকে প্রপোজ করেন নিক। তারপর প্রিয়াংকার সঙ্গে ভারত সফরে আসেন এই গায়ক। সেই সফরে নিককে নিজের পরিবারের লোকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রিয়াংকা। এই ঘটনার পরই পরিবারের সদস্যদের নিয়ে ভারতে এসে রোকা (পান-সুপারি) অনুষ্ঠানে যোগ দেন নিক।

বিয়ের আগেই হানিমুন সেরে নিয়েছেন প্রিনিক জুটি। উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ভ্রমণ করছেন প্রিয়াংকা ও নিক। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে বিভিন্ন দেশ ঘুরেছেন তারা। তবে বাগদানের পর এবারই প্রথম একসঙ্গে দারুণ সময় কাটিয়ে এসেছেন।

জানা যায়, ক্যাবো স্যান লুকাসে যাওয়ার আগে এই লাভবার্ড মেক্সিকোর পশ্চিমের ঐতিহাসিক শহর গুয়াদালাজারায় অল্প সময়ের জন্য যান। এই যুগল সৈকতের সামনের এক নামি হোটেল ওয়ান অ্যান্ড ওনলি পালমিলায় রাত কাটান। এরপর তাঁরা একরবাজা ভ্রমণ করেন। সেখানে তাঁরা বিস্তীর্ণ ফসলের মাঠ ও কৃষিজমি দেখেন।

এই জুটিকে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। তাঁরা একসঙ্গে দুপুরের খাবার খান, যেগুলো স্থানীয় জনপ্রিয় খাবার। ফ্লোরা ফার্মস এ তাঁরা দীর্ঘ সময় নিয়ে লাঞ্চ করেন। তাঁরা স্থানীয় খাবার ও খামার সম্পর্কে জানেন। স্টাফদের সঙ্গে তাঁরা হাসিমুখে কথা বলেন এবং তাঁদের কাছ থেকে জানতে পেরে উচ্ছ্বসিত হন।

Bootstrap Image Preview