স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেফতার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির ছোট ভাই শাহরিয়ার আমান সানি। ভাইয়ের স্ত্রীর সেই মামলা থেকে রেহাই পাননি এই গায়িকা। শুধু তিনি নন, ফেঁসেছেন তার স্বামীও।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমাকে কেন মামলায় জড়ানো হলো? শুধু আমাকে না, সঙ্গে আমার স্বামীকেও জড়ানো হয়েছে। এর মানে কী! আমার ভাই তাঁর স্ত্রীর সঙ্গে কী ব্যবহার করেছে, তা তো আমার জানার কথা না। আমি থাকি ময়মনসিংহ আর ভাই নেত্রকোনায়। হঠাৎ গতকাল শুক্রবার রাতে জানতে পারলাম, আমার ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিয়েটাতো আমি করিনি, আমার ভাই করেছে। সংসারটাতো আমার না। আমার ভাইয়ের সংসার। সে তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে কিনা, এটা তাদের ইন্টারনাল বিষয়। তার নিজের সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে এমনটা যদি ঘটতো যে আমার স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, তাহলে তার সাথে সম্পর্ক রাখা না রাখার সিদ্ধান্তটা একান্তই আমি নিতাম। কিন্তু এখানে আমার ভাইয়ের সম্পর্কের জন্য আমাকে, আমার স্বামীকে জড়ানো হলো। এর একটাই উদ্দেশ্য, কারণ ন্যান্সির নাম জড়ালে চারদিকে তোলপাড় হবে। কোনঠাসা করে রাখা যাবে। সংবাদপত্রে নিউজের পর নিউজ হবে, ফলে তাদের উদ্দেশ্যটা হাসিল হবে। নিউজে আমার নামটা বিক্রি করছে, এটা দুঃখজনক। অযথা হয়রানির কারণে এখন আমাকে থানা পুলিশ দৌড়াতে হচ্ছে। কিন্তু আমিতো শিল্পী মানুষ, কোর্ট-কাচারিতো আমার জায়গা না।’
ন্যান্সির ধারণা তাকে দেশের সবাই চেনেন, জানেন, তার একটি পরিচিতি আছে, তাই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। তার মতে, দেশের সবার সামনে ছোট করার জন্য, তার ইমেজের ক্ষতি করার জন্য তারা তাকে এই মামলায় আসামি করেছে।