বিডিমর্নিং বিনোদন ডেস্ক-
উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। ২০১৩ সালে ভালোবেসে বিয়ে করেন অনিন্দিতাকে। তবে সে সংসার টিকেনি। বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জন। ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন গৌরব। তার এবারের প্রেমিকা অভিনেত্রী দেবলীনা কুমার। সম্প্রতি প্রেমিককে পিঠে তুলে নিয়ে দৌড়াতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
সম্প্রতি জিমে গিয়ে একান্তে গৌরবকে নিয়ে দেবলীনা এমন কাণ্ড ঘটিয়েছেন। সে ঘটনার ভিডিও করে সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন দেবলীনা। ভিডিওতে দেখা যাচ্ছে গৌরবকে পিঠে তুলে দৌড়চ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘হাম তুঝমো উঠাকর লে যায়েঙ্গে।’
এবারই প্রথম নয়, মাঝে মধ্যেই নানান সব ভিডিও পোস্ট করতে থাকেন দেবলীনা। তাঁদের ভিডিও দেখে বোঝা যায়, দেবলীনা ও গৌরব একে অপরের সঙ্গ বেশ উপভোগ করেন।
উল্লেখ্য, শুধু গৌরব নন, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা বসুও এই মুহূর্তে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। নিজেদের প্রেমের কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন অনিন্দিতা।