Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পর নাম পাল্টে রাখি সাওয়ান্ত এখন ‘ফাতিমা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩, ০৬:২৩ PM আপডেট: ১২ জানুয়ারী ২০২৩, ০৬:২৩ PM

bdmorning Image Preview
ছবিটি প্রতীকী


বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের বিয়ের খবর এর আগে একাধিকবার ছড়ালেও বিষয়টি নিয়ে তিনি মুখ খোলেননি। আরেকবার সাওয়ান্তের বিয়ের ছবি দিয়ে সাবেক স্বামী রীতেশ খবরটি জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা তৈরি হয়। তবে সেবারও বিষয়টি চাপা পড়ে যায়।

অবশেষে জানা গেল রাখি সাওয়ান্তের বিয়ের খবর। তিনি গত বছরের ২ জুলাই বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুরানিকে। বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন “রাখি সাওয়ান্ত ফাতিমা”। বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বুধবার রাখির বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল। দুজনের গলাতেই বরমালা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সালমান খানের বিগ বস ১৫-এর ঘর থেকে বেরিয়ে রিতেশকে বিয়ে করেছিলেন রাখি। যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। তিক্ত বিচ্ছেদ হয়েছিল তাদের। এর পর বয়সে ছোট আদিলের প্রেমে পড়েন রাখি। অবশেষে আদিলকে বিয়ে করার কথা জানা গেল।

রাখির বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন। একজন লিখেছেন, “আশা করি এই বিয়েটা সত্যি। মেয়েটা যেন একটু ভালোবাসা পায়। এমনিতে দেখেই মনে হয় মনটা ভালো।”

আরেকজন লিখেছেন, “এই মেয়েটা নিজের সঙ্গেই বিগ বস-বিগ বস খেলে। প্রত্যেক বছর নতুন নতুন টপিক নিয়ে শুরু হয়ে যায়। কাল বলল মা অসুস্থ। আজ দেখছি বিয়ে করছে।”

চলতি সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে রাখি তার মায়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন। ভিডিওতে বলেছিলেন, “মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আমরা এইমাত্র জানতে পেরেছি যে মাথায় টিউমারও আছে।”

সেই ভিডিওতে রাখির পাশেই আদিল খান দুরানি ও ভাই রাকেশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

Bootstrap Image Preview