Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীমণির পাশে দাঁড়িয়েছেন তসলিমা নাসরিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ০১:১১ PM আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২, ০১:১১ PM

bdmorning Image Preview


ঢাকার সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি আবারও আলোচনায়। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়ে দিলেন শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদের কথা। যদিও ডিভোর্সের বিষয়ে সরাসরি কিছুই লেখেননি এই নায়িকা।

পরীমণি নিজের ফেসবুকে লেখেন, ‘‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’’

এদিকে পরীমণির স্ট্যাটাস দেখে নিজের অতীত জীবনে ফিরে গেলেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

dhakapostতিনিও ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে...। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে বোট ক্লাব কাণ্ডের সময়ও পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন তসলিমা নাসরিন। ওই ঘটনায় তখনও পরীমণির পক্ষে বেশ সরব থাকতে দেকা যায় তোসলিমা নাসরিনকে।

এদিকে তসলিমা নাসরিনের স্ট্যাটাসে এক অনুরাগী লেখেন, ‘পরীমণির সাথে আপনার জীবনের মিল! কোথাও ভুল হচ্ছে না তো ! আমি এমন একটা অসভ্য মানুষের সাথে আপনার মিল খুঁজে পাচ্ছি না কোথাও। আপনার ভ্রম হচ্ছে। কোথাও সে সম্পর্কে জড়ায়নি, বাজারের সস্তামেয়েদের মতো সে কেবল কেনাবেচা হয়েছে, হাতবদল হয়েছে। শেষে তড়িঘড়ি করে আরেকটা অসভ্য ছেলের সাথে সে যে সম্পর্ক তৈরি করেছে তার নাম দিয়েছে 'বিবাহ'। আপনার জীবন ছিলো আদর্শকেন্দ্রিক। সেখানে 'কেনাবেচা' শব্দটি ছিলো না ; কোথাও প্রেমের নামে, কোথাও আদর্শের নামে একে অন্যে সরে গেছেন। পরীমণির সাথে আপনার জীবন, চিন্তা মিলে গেলে আমার বুকসেল্ফে সাজানো আপনার লেখা বইগুলো ছুঁড়ে ফেলে দিতে হয়। আমি বিশ্বাস করি না, করতেও চাই না যে আপনাদের দু'জনের কর্ম ও জীবন একই।’

তার জবাবে তসলিমা নাসরিন লেখেন, ‘মিল তো অনেক রকম হতে পারে, আপনার সংগে আদর্শের মিল, তার সংগে স্ট্রাগলের মিল।পরীমণির সংগে যে মিলের কথা বলেছি, সেটি সরলতার মিল, মানুষকে সহজে বিশ্বাস করার মিল।’

জানা যায়, ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে পরীমণি বিয়ে করেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামিম হাসান, কামরুজ্জামান রনিকে। সবশেষ চলতি বছর শরিফুল রাজকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন পরী।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Bootstrap Image Preview