Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, ফেব্রুয়ারি ২০২৪ | ১৩ ফাল্গুন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চুমুর ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিলেন সিয়ামের স্ত্রী শাম্মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০২:২১ PM আপডেট: ২৫ নভেম্বর ২০২২, ০২:২১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জমজমাট গানের কনসার্ট হচ্ছে। মঞ্চে গান গাইছেন নগর বাউল জেমস। হাজার হাজার মানুষ জেমসের গানে মেতে ওঠেছে। গানেরএ আসরে হাজির ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী সুনেরাহ কামাল।গানের কনসার্ট চলছে; আকস্মিকভাবে সুনেরাহ সিয়ামের গালে চুমু খান। কিন্তু সিয়াম রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সুনেরাহকে থাপ্পড় মারেন। 

দুটি দৃশ্যই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এ মুহূর্তে ঢালিউডের টক অব দ্য টাউন সিয়াম-সুনেরাহর ভাইরাল ক্লিপটি।তবে এ ভিডিওর নেপথ্যে রয়েছে সিয়াম ও সুনেরাহ অভিনীত নির্মাণাধীন সিনেমা 'অন্তর্জাল'। ছবির প্রয়োজনে পরিকল্পিতভাবে এমন দৃশ্যে অভিনয় করেছেন সিয়াম-সুনেরাহ। আর এ ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে এত চর্চা হচ্ছিলো যে, এবার এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাস দিলেন খোদ অভিনেতা সিয়ামের স্ত্রী শাম্মা।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে শাম্মা বলেন, ‘ভাই, এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু; সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয় নাই; আর চড়টাও রেগে মারে নাই।’

শুটিং-এর দৃশ্যটি খুবই বাস্তবসম্মত হয়েছে। অনেকের মত শাম্মারও আসল মনে হয়েছিলো। কারণ শাম্মার স্ট্যাটাসের শেষ লাইন সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। শেষ লাইনে তিনি লিখেছেন, ‘যাই হোক, এটি এতটাই বাস্তব লাগছিল যে, দৃশ্যটি বুঝতে আমারও কয়েক সেকেন্ড সময় লেগেছে!’
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পরিষ্কার করেছেন সুনেরাহ নিজেও। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, এটি সিনেমার শুটিং-এর দৃশ্যের জন্য করা।  সেই সঙ্গে লিখেছেন, 'আপনারা অনেকে বলেছেন, এটি বাস্তব লাগছিল; আমরা বিষয়টিকে অভিনয়ের প্রশংসা হিসেবে গ্রহণ করছি।'

সাইবার ওয়ার্ল্ড নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে সিয়ামের বিপরীতে প্রিয়ম নামে এক রোবটপ্রেমীর চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। সিনেমাতে কনসার্ট চলাকালীন চুমু দেয়ার ওই ঘটনার মতো একটি দৃশ্য রয়েছে। ঘটনাক্রমে বুধবারের কনসার্ট পেয়ে যান অন্তর্জাল পরিচালক দীপংকর দীপন। তাই আয়োজক কমিটির অনুমতি নিয়েই সেখানে ওই দৃশ্যের শুটিং করেন পরিচালক।

Bootstrap Image Preview