Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিল জার্মানির কাছে ৭ গোল খেয়েছে আমি কেঁদেছিলাম অনেক : মিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৪:২৫ PM আপডেট: ২০ নভেম্বর ২০২২, ০৪:২৫ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


বিশ্বকাপ ফুটবলের মৌসুমের ছোয়া লেগেছে বিনোদন পাড়ায়। নিজেদের সমর্থনের কথাও জানাচ্ছেন। ঢাকাই চলচ্চিত্র জগতের বর্তমান সবচেয়ে জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। তিন্ওি ভালোবাসেন ফুটবল খেলা। এবার জানালেন তার সমর্থনের কথা।

মিমের পছন্দের দল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ব্রাজিলের খেলার পাশাপাশি তিনি আর্জেন্টিনার মহতাতারকা মেসির খেলা দারুণ পছন্দ করেন। মিম বলেন, ‘আমার পছন্দের দল ব্রাজিল। নেইমারের মতো মেসিকেও আমার ভালো লাগে। বিশেষ করে তার খেলা এবং তাকে দেখতেও ভালো লাগে! এ কারণে আমি ব্রাজিলের সাপোর্টার হলেও মেসির ফ্যান।’

মিম আরও জানান, তার স্বামি সনি পোদ্দারও ব্রাজিল দলের সমর্থক। একসাথে দুইজন খেলা উপভোগ করবেন তারা। তিনি জানান, ‘ব্রাজিলের খেলা যখন থাকে চেষ্টা করি সব কাজ রেখে খেলা দেখার। কিন্তু সবসময় তো আর ম্যাচ উপভোগ্য হয় না, মাঝে মাঝে খেলা শেষে মন খারাপও হয়। খেলা দেখা প্রসঙ্গে তিনি আরও জানান, ‘ ব্রাজিল যেবার জার্মানির কাছে ৭ গোল খেয়ে সেমিফাইনাল থেকে ছিটকে গেল, অন্য ব্রাজিল ভক্তদের মত আমারও অনেক মনখারাপ ছিল। আমিও কেঁদেছিলাম অনেক’।

তিনি আরও বলেন, ‘জার্মানির বিপক্ষে সেদিন জিতলেই ফাইনাল। আমার বোন ছিল আর্জেন্টিনার সাপোর্টার। ফলে এ নিয়ে দুজনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। ভেবেছিলাম ব্রাজিল বেশ ভালোভাবেই জিতবে। ফলে বাজি ধরেছিলাম। আমি আসলে এই ম্যাচ নিয়ে ‘ওভার কনফিডেন্ট’ ছিলাম। কিন্তু খেলা দেখতে বসে ঘটলো উল্টো ঘটনা! একটার পর একটা গোল খেতে লাগলো ব্রাজিল। আমার বোনের আনন্দ তখন দেখে কে! সে আমাকে ইচ্ছামতো পচাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলেছিলাম।”

আজ রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। প্রথম রাতে মাঠে নামছে আয়োজক দেশ কাতার। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। আসরের ফাইনাল ১৮ ডিসেম্বর।

Bootstrap Image Preview