প্রকাশ হওয়ার একদিনের মধ্যেই সঙ্গীতশিল্পী ইমরান ও পড়শীর গাওয়া ‘দ্বিতীয় জীবন' গানটি এক মিলিয়ন বা ১০ লাখের মাইলফলক অর্জন করেছে।
সিএমভির ব্যানারে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
পড়শী বলেন, প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়। এটি তেমনই হয়েছে।
গানটি নিয়ে ইমরান বলেন, এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শক। গানে একটা নতুন চমক রয়েছে।
বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে পড়শী বলেন, পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। প্রচণ্ড গরমে শুটিং করতে হয়েছে। সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত করেছেন ইমরান।
গানটির ভিডিও-