Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাগর, ফেরদৌস আরা ও ব্রাউনিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৫:২১ PM আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৫:২১ PM

bdmorning Image Preview


সারাদেশে বৈরী আবহাওয়ায় প্রবাহিত হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) তাদের বহনকারী ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টারটি মাটিতে আঁচড়ে পরলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তারা। তাদের সঙ্গে পাইলটসহ আরো ছিলেন রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন। দুর্ঘটনায় সবাই আঘাত পেলেও সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া ছাড়া অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, চ্যানেল আইয়ের স্বর্ণকিশোরী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন তারা। অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারে চেপে বসেন তারা। গোদাগাড়ী থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পর ৬০ ফুট উপরে উঠলে নিয়ন্ত্রণ হারায়। পাইলট হেলিপ্যাডে অবতরণ করার চেষ্টা করেন। কিন্তু  হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। তবে হেলিকপ্টারটি মাত্র ১০ হাত দূরে পড়লেই মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারতো।

Bootstrap Image Preview