Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কথা বলা বন্ধ, কাউকে চিনতেও পারছেন না দিলীপ কুমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:০৩ PM আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্প্রতি বাড়ি ফিরেছেন। কিন্তু এখন তার কথা বলা বন্ধ, কাউকে চিনতেও পারছেন না।

জানা যায়, ৯৫ বছর বয়সী এ অভিনেতার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝে তার প্রিয় সঙ্গী সায়রাজিকেও চিনতে পারছেন না। দিলীপ কুমারের হাঁটা ও কথা বলার শক্তি নেই। এমনকি বাথরুমে ধরে নিয়ে যেতে হচ্ছে। তার চারপাশের কোনো বিষয়ই তিনি বুঝতে পারছেন না।

দিলীপ কুমারের এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে জানান, এটি সত্য। ইউসুফ সাহেব (দিলীপ কুমারের আসল নাম) কাউকে চিনতে এবং কথা বলতে পারছেন না। তিনি বেশ কিছুদিন ধরেই এমন অবস্থায় রয়েছেন। তবে সায়রাজি তার সব সঞ্চয় দিলীপ কুমারকে বাঁচানোর জন্য ব্যয় করছেন। তার নিজের জন্য আর কিছুই নেই।

Bootstrap Image Preview