Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তনুশ্রীর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


যৌন হেনস্থা নিয়ে মুখ খুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাবেক মিস ইন্ডিয়া ও বলিউডের আবেদনময়ী অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ভারতের এক রাজনীতিবিদ।

জানা যায়, মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস) দলের প্রধান রাজ ঠাকুরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য তনুশ্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (৩ অক্টোবর) তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এমএনএস দলের জেলা শাখার সভাপতি সুমন্ত দাস।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তনুশ্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীকে আদালতের উপস্থিত হওয়ার কথাও বলেছে পুলিশ।

এদিকে তনুশ্রীর পক্ষে দাড়িয়েছেন ভারতের ন্যাশনাল কমিউনিটি ফর উইমেন কর্তৃপক্ষ। তারাও তনুশ্রীর হয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন নানাকে।

Bootstrap Image Preview