হঠাৎই সাদা শার্ট পরা ছেলেটার উপরে প্রচণ্ড রেগে গেলেন কলকাতার জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব। চোখের পলকে গুণে গুণে তিনটি চড় বসিয়ে দিলেন এক নবীন অভিনেতার গাল ও মাথাকে উদ্দেশ্য করে। সম্প্রতি এমনই একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার থেকে যেটা রীতিমতো ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, নাম পরিচয় না জানা ওই যুবকের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছেন দেব। এক পর্যায়ে তেড়ে গিয়ে চড় বসিয়ে দেন। পাশে থাকা বেশ কিছু লোক দেবকে তখন টেনে সরাতে পারছেন না। এমনকি ঘটনার সময় নায়ক দেবের পেছনে নায়িকা পূজাও ছিলেন। তিনিও দেবকে শান্ত করার চেষ্টায় ব্যর্থ। কিন্তু কী এমন হল, যাতে ওই অভিনেতার গায়ে হাত তুললেন দেব?
ভিডিওটি ভাইরাল হতে না হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। নেটিজেনদের কেউ কেউ বলছেন, দেব থেকে এমনটা আশা করা অসম্ভবের কিছু নয়। কেউ আবার নিজের মনের ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘দেব নায়ক হয়েছ কিন্তু মানুষ হওনি।’ অনেকই প্রশ্ন তুলেছেন কি হয়েছিল? কেন দেব মেজাজ হারালেন? নেটিজেনদের একাংশ বলছেন, সে কথার আগে প্রশ্ন আসে এমন কাজ কি এত বড় তারকার সাজে?
এ ঘটনা নিয়ে মুখ খোলেননি দেব বা তার টিমের কোনও সদস্যই। বরং প্রশ্ন করলে তারা বিষয়টি গণমাধ্যমের কাছে এড়িয়ে গেছেন। তবে এবারে বেরিয়ে এলো এমন অদ্ভুত ভিডিওর পেছনের রহস্য।
ছবির প্রোমোশনের ক্ষেত্রে বরাবরই দেবের অন্য রকম ভাবনা থাকে। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ও ‘কবীর’-এ তা দেখেছেন দর্শক। তার নতুন চলচ্চিত্র ‘হইচই আনলিমিটেড’ মুক্তি পাবে ১২ অক্টোবর। এবারও প্রোমোশনের জন্য আলাদা কিছু ভেবেছেন দেব। এই ভিডিও তারই অংশ।
শুধু তাই নয়, বরং স্ক্রিপ্ট অনুসরণ করেই বানানো হইয়েছিলো এই ভিডিও। পুরোটাই স্ক্রিপ্টের অন্তর্ভুক্ত। সামাজিক মাধ্যম ইউটিউবে প্রকাশ করা হয়েছে এর আসল ঘটনা। সে ভিডিওতে দেখা যায়, দেব নিজে ভুক্তভোগী ওই যুবকের কাধে হাত রেখে তার নতুন ছবি সম্পর্কে দর্শকদের জানান দিচ্ছেন। শুধু তাই নয় ওই ভিডিও তে তিনি ভিডিওর পেছনে কাজ করা সকলের সাথে বসে তার দর্শকদের কাছে তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন।
ভিডিও লিংক- https://www.youtube.com/watch?v=EMFSLnvoNyo
উল্লেখ্য, অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হইচই আনলিমিটেড’ পুজোর বক্স অফিসের লড়াইয়ের অন্যতম দাবিদার। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়- ছবি হিট হওয়ার অনেক মশলাই রয়েছে। তবে দেবের প্রোমোশন নিয়ে ইউনিক আইডিয়া তাতে আরও কত পয়েন্ট যোগ করতে পারে তার রেজাল্ট বেরোবে আগামী ১২ অক্টোবর।