‘আমি যখন খ্যাতি, জনপ্রিয়তা ও প্রচুর অর্থ হাতে পাই তখন আমার বয়স মাত্র ১৯। এ বয়সে যদি আপনি এতটা স্বাধীনতা পেয়ে যান, তখন আপনার মনে হবে আপনি ক্ষমতা হাতে পেয়ে গেছেন...’ কথাগুলো বলেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির।
রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ প্রেমিকা সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে নিয়ে হাজির হয়েছিলেন সালমান মুক্তাদির। সেখানে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা উত্তর দেন তারা। কথা প্রসঙ্গে সালমান জানিয়েছেন, প্রায় ১৫০ নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল তার।
সালমানের প্রেমে পড়ার আগে জেসিয়া কি এসব জানতেন? জানলেও সালমানের এমন বাজে অতীতকে কিভাবে মেনে নিলেন? আর কেনই বা মেনে নিলেন? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে পারে। তবে জেসিয়া সব জেনেই সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।
সালমান বলেন, ‘জেসিয়ার সঙ্গে সম্পর্ক হওয়ার আগেই আমি ওকে বলে দিয়েছি আমার অতীতটা কত বাজে। ইন্ড্রাস্ট্রির অনেক নারীর সাথে আমার সম্পর্ক ছিল, যারা আমার চেয়ে বয়সে বড় ছিলেন।’
প্রেমিকের মুখে এমন কথা শুনে জেসিয়া বলেন, ‘সে অনেক মেয়ের সঙ্গে ঘুমিয়েছে আমিও সেটি লক্ষ্য করেছি। তার সঙ্গে সময় কাটিয়ে আমি বুঝতে পেরেছি সে ভালো মনের মানুষ। আর আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি দু'জনেরই সম্মতি থাকে তাহলে তারা একসঙ্গে ঘুমালেও তাতে কোনো সমস্যা নেই। কারণ এখানে কেউ কাউকে জোর করছে না।’