Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রেডিও অনুষ্ঠানে জেসিয়াকে চুমু দিলেন সালমান মুক্তাদির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৫৬ PM আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


সালমান মুক্তাদির ও জেসিয়া ইসলামের প্রেমের খবর সকলের জানা। নিজেদের প্রেমের গল্প ভক্তদের সাথে শেয়ার করতে লাভগুরু ইহতেশামের আমন্ত্রণে গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) রেডিও ক্যাপিটাল এফএম ৯৮.৪ এ হাজির হয়েছিলেন তারা। উপস্থাপকের অনুরোধে সেখানে প্রকাশ্যেই জেসিয়াকে চুমু দেন সালমান মুক্তাদির।

সালমান যখন আবেগপ্রবণ হয়ে জেসিয়া ও তার ভালোবাসার গল্প শোনাচ্ছিলেন সেই সময় উপস্থাপক এহতেশাম বলে বসেন, তোমরা একে অপরের হাত ধরো নিশ্চয়, একটু হাত ধরে দেখাও। চুমুও দিয়ে থাকো হয়তো কিভাবে চুমু দাও দেখাবে? সালমান প্রকাশ্যে জেসিয়ার গালে চুমু দেয়।

এহতেশাম বলেন, দীর্ঘ ১২ বছরে আমার স্টুডিতে এমন ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শেষে আমারা জানবো আসলেই কোনটা ঠিক। এভাবেই আবেগঘন এক আড্ডা এগিয়ে চলে। টানা আড়াই ঘন্টা আড্ডা দেন তার। সেই ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে। দর্শকরা সেই ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন।

Bootstrap Image Preview