‘আমি কখনো কবরস্থানের ভেতরে যাইনি। ভুল বললাম, আজিমপুরে গিয়েছি কয়েকবার। আমার ছোট্ট মা লীলাবতী তার ভাই রাশেদ হুমায়ূনের সাথে আছে সেখানে...’ ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো লিখেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন।
হুমায়ূনকে স্মরণ করে লিখেছেন, ‘কবরস্থান নিয়ে হুমায়ূন এর বেশকিছু মজার মজার গল্প আছে। কোনো এক সময় বলবো সেগুলো। আর আমার শাশুড়ির বিদেশি কবরস্থান দেখতে যাওয়ার গল্পটা তো অনেকেরই জানা। হুমায়ূন লিখেছিলেন তাঁর এক বইতে।’
তিনি আরো লিখেছেন, ‘২০১১-২০১২ সালে হুমায়ূন এর কর্কটকালে যখন নিউইয়র্কে ছিলাম, ম্যানহাটনের হাসপাতালে যাবার পথে একটা বড় কবরস্থান পার হতাম। নিষাদ উত্তেজিত হয়ে বলতো, বাবা দেখো Rest In Peace। হুমায়ূন হাসতে হাসতে বলতেন, কিছুদিন পর আমিও Rest In Peace হয়ে যাবো রে ট্যানটা বাবা।’
নিজের ইচ্ছাপূরণের কথা জানিয়ে শাওন লিখেছেন, ‘ভীনদেশি একটা কবরখানা দেখার বেশ ইচ্ছা ছিল আমার। আশ্চর্য, হঠাৎ করেই হয়ে গেল। কি প্রশান্তির জায়গা। কতই না রহস্যময়।’