Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অশ্লীলতায় ভরা ‘চরিত্রহীন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ PM আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:১৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ওয়েব সিরিজ চরিত্রহীন এর ট্রেলার প্রকাশের পর থেকে মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, এটা কি কোন পর্ন সিরিজ? এতে যারা অভিনয় করেছেন তারাও সমালোচিত হচ্ছেন। হবেই না কেন, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেক্স, নেশা আর হিংসা সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।

কারতা রাধিকা শিরোনামে এই ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশের পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। গান প্রকাশ হওয়ার পর সে আলোচনা আর একটু উস্কে দেয়। আর এটির সংলাপ শুনলে চক্ষুঃলজ্জা বিদায় নিবে!

কিছু সংলাপ এমন- ১. আমরা একটা একটা করে চুমু খাবো, আর একটা একটা করে আলো নিভে যাবে।

২. একটুতেই... হয়ে গেল, তাই তো? এবার ... চাই! আমাকে বেশ্যা মনে হয় আপনার?

৩. আমাকে নিয়ে নেশা কর।

৪. ক্ষত না হলে আদর কিসের?

৫. যে প্রেমিকার থেকে দাগা খেয়েছিস তাঁর কথা ভাবছিস? না, আমি ভাবছি আমার বাবা তোর সঙ্গে ... কি না!

উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের ওপর ভিত্তি করেই এই ছবিটি বানিয়েছে এসভিএফ। যার চিত্রনাট্য লিখেছেন দেবালয় ভট্টাচার্য ও কল্লোল লাহিড়ী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নয়না, গৌরব, অভিষেক, সৌরভ, শ্রীতমা ও সায়নীর মতো অভিনেতা-অভিনেত্রীরা।

Bootstrap Image Preview