বাবা-মায়ের একমাত্র সন্তান জিয়াউল ফারুক অপূর্ব। খুব আদরে বড় হয়েছেন। তার বাস্তব জ্ঞান নাই বললেই চলে। কোনোদিন একবিন্দু দায়িত্বও তাকে নিতে দেখা যায়নি। বেশি আদরে কিছুটা বিগড়ে গেছে বললেও ভুল হবে না।
পড়াশোনায় মন নেই সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কোন বাজে নেশা নেই কিন্তু মানসিকভাবে প্রচন্ড অলস। আর এই নিয়েই তার গার্লফ্রেন্ড শবনম ফারিয়ার সাথে ভয়ানক ঝগড়া লেগে থাকে। অপূর্বর কাজকর্মে অতিষ্ট হয়ে ব্রেকআপ করেন ফারিয়া।
হঠাৎ স্ট্রোক করে মারা যায় অপূর্বর বাবা। তার পৃথিবীতে অন্ধকার নেমে আসে। যে ছেলে কোনোদিন বাজারে যায়নি তার কাঁধে এখন সংসারের ভার। পাল্টে যায় তার জীবনের গল্পটা। যে বাইক তার সারাদিনের সঙ্গী ছিল সেই বাইকই হয়ে যায় জীবিকার একমাত্র অবলম্বন। পাঠাও রাইডে সার্ভিস দিয়ে ফাঁকা সময়ে চালক হিসেবে ঘুরে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বাস্তবতায় ডুবে প্রেমিকা হারানোর কষ্টও এখন আর টলাতে পারে না তাকে।
তবে বাস্তবে নয়, গল্পটি নাটকের। রিফাত আদনান পাপনের রচনায় খন্ড নাটক ‘জীবনের দিনরাত’ পরিচালনা করেছেন নাজমুল রনি। এতে জীবন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং মিতু চরিত্রে হাজির হবেন শবনম ফারিয়া। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান প্রমূখ। পাঠাও নিবেদিত, ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত নাটকটি আগামী ১৯ নভেম্বের রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে।