Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, জুন ২০২৪ | ১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লতা মঙ্গেশকর কেন বিয়ে করেননি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৯ PM আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫২ PM

bdmorning Image Preview


ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেশকর। গত ২৮ সেপ্টেম্বর ছিলো এই কিংবদন্তীর ৮৮তম জন্মবার্ষিকী। জীবনের দীর্ঘ পথ একাই পাড়ি দিয়েছেন তিনি। বিয়ে করারও সৌভাগ্য হয়নি তার!

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যবিত্ত মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন লতা। পণ্ডিত দিনানাথ মঙ্গেশকরের বড় মেয়ে লতার জন্ম মধ্য প্রদেশের ইন্দোরে। পিতা পণ্ডিত দিনানাথ ছিলেন থিয়েটার অভিনেতা এবং গায়ক।

পাঁচ বছর বয়সে বাবার সঙ্গে মঞ্চে অভিনেতা হিসেবে কাজ শুরু করেন লতা। সাত বছর বয়সে মহারাষ্ট্রে পৌঁছান তিনি। সেখানেই বেড়ে উঠেছেন। পিতা ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী। তিনি লতার চলচ্চিত্রে গান করার বিরুদ্ধে ছিলেন। ১৯৪২ সালে তার পিতা মারা যান এবং পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটে। এরপর লতা মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে ছোট ভূমিকায় কাজ শুরু করেন।

শৈশবকালে কুন্দনলাল সেহগলের চলচ্চিত্র চণ্ডীদাস দেখে লতা বলেছিলেন, বড় হয়ে সেহগলকেই বিয়ে করবেন তিনি। কিন্তু তারা বিয়ে করেননি। পরিবারের সকল সদস্যের দায়িত্ব ছিলো তার ওপর। এমন পরিস্থিতিতে বিয়ের চিন্তা এলেও সেটাকে গুরুত্ব দেয়ার কথা ভাবতেই পারেননি তিনি। সঙ্গীতকেই জীবনের একমাত্র অবলম্বন বেছে নেন লতা মঙ্গেশকর।

Bootstrap Image Preview