Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এফডিসিকে করাপশন মুক্ত করুনঃ তারানা হালিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৩ AM আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৩ AM

bdmorning Image Preview


গত রবিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‌নতুন মুখের সন্ধানে-২০১৮ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ সময় তারানা হালিম বলেন, শিল্পীকে নিরহঙ্কারী হতে হবে। মনে রাখতে হবে, টু মাচ ইগো ক্যান কিল ইউর ট্যালেন্ট। মানুষের কাছাকাছি থাকলেই শিল্পের সাধনা পরিপূর্ণতা লাভ করবে।

তথ্য প্রতিমন্ত্রী হিসেবে চলচ্চিত্র শিল্পে বিকাশের জন্য হলিস্টিক অ্যাপ্রোচের কথা বারবার বলে আসলেও তাতে সংশ্লিষ্টরা ভ্রুক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তারানা।

তিনি বলেন, আমরা যদি একটি হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ শুরু করতে পারতাম, তবে হলের এই জীর্ণদশা থেকে আমরা বের হতে পারতাম। একটা ইন্টিগ্রেটেড সার্ভিসের কথা আমি বারবার বলে আসছি। পাইরেসি অ্যাক্টের ধারায় মোবাইল কোর্টের কার্যক্রমে নতুন সংযুক্তির কথা বলেছিলাম, যেখানে পাইরেসি অভিযানে ফাইনের টাকা প্রযোজক পাবে। সিটি করপোরেশন দুটিকে বলেছিলাম, দুটি স্কিন দিতে, আমরা যেন সেখানে নতুন চলচ্চিত্রের প্রচার করতে পারি। কিন্তু কোথাও কিছু হয়নি।

তিনি (বিএফডিসি)এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে উদ্দেশ্যে বলেন, সবার আগে এফডিসিকে করাপশন মুক্ত করতে হবে। এ ব্যাপারে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। এখানে এলে সিনেমা সংশ্লিষ্টরা বলেন, কিছু কিছু বিষয় ফ্রী করে দিতে। আমরাও বুঝি। কিন্তু এফডিসির তো চলতে হবে। একেবারে বিনামূল্যে করে দিলে এফডিসি চালাতে পারব না।

তিনি বলেন, আপনারা যারা বাইরে থেকে ক্যামেরাসহ যন্ত্রপাতি ভাড়া নেন তাদেরকে বলছি, এফডিসি থেকে ভাড়া নিন। ছাড়ের ব্যবস্থা করা হবে। দরকার হলে একটি শ্যাম্পু কিনলে আর একটা ছোট শ্যাম্পু ফ্রী- এমন ব্যবস্থা করব। সবাই মিলেমিশে কাজ করুন। সরকার আপনাদের পাশে আছে।

নতুন মুখের সন্ধানে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ধোধনে অতিথির বক্তব্যে এভাবেই চলচ্চিত্র নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এসময় তিনি ‌‌নতুন মুখের সন্ধানে কার্যক্রমের প্রশংসা করেন। সেইসঙ্গে নতুন যারা আসবেন তাদের যেন সিনেমার উপযোগী করে গড়ে তোলা হয় সঠিক গ্রুমিংয়ের মাধ্যমে সে বিষয়ে জোর দিতে বলেন।

এ অনুষ্ঠানে চিত্রনায়ক আলমগীর, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, তথ্য সচিব আবদুল মালেক, সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদসহ চলচ্চিত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী প্রতিকী নিবন্ধনের মধ্যে দিয়ে প্রতিযোগীতার কার্যক্রম উদ্ধোধন করেন। এসময় জুরি বোর্ডের দায়িত্ব পাওয়া চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়িকা চম্পা, জয়া আহসান উপস্থিত ছিলেন। জুরি বোর্ডের বাকি দুই সদস্য আমজাদ হোসেন ও আফজাল হোসেন ব্যক্তিগত কারনে উপস্থিত ছিলেন না।

 

Bootstrap Image Preview