Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অশ্রুসিক্ত চোখে ঢাকা ছেড়েছেন অঞ্জু ঘোষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৮ AM আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


দীর্ঘ ২২ বছর পর দেশে এসেছিলেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। পাঁচদিন দেশে থেকে ফের কলকাতায় পাড়ি জমিয়েছেন তিনি। যাওয়ার আগে অশ্রুসিক্ত চোখে বিদায় নিয়েছেন বেদের মেয়ে জোসনার নায়িকা।

গত সোমবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জু ঢাকা ত্যাগ করেন। সে সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে যান বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, পরিচালক সাঈদুর রহমান সাঈদসহ বেশ কয়েকজন।

জায়েদ খান বলেন, তিনি যখন দেশ ত্যাগ করছিলেন তখন তার চোখ থেকে পানি ঝরছিলো। তার মন খুব খারাপ ছিলো। আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আমারও তাকে বিদায় দিতে খুব খারাপ লেগেছে। তবে কথা দিয়েছেন কলকাতায় তার কিছু কাজ গুছিয়ে খুব শিগগিরই আবার দেশে ফিরবেন।

উল্লেখ্য, বর্তমানে কলকাতায় একটি যাত্রা দলের সঙ্গে নিয়মিত কাজ করছেন অঞ্জু ঘোষ।

Bootstrap Image Preview