Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিনেমার পরিচালকরা আমাকে ব্ল্যাকমেইল করেছেঃ মুনমুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩ AM আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩ AM

bdmorning Image Preview


আমি অশ্লীল যুগে খুব বেশি সিনেমা করিনি। আমাকে আমার সিনেমার পরিচালকরা ব্ল্যাকমেইল করেছে। এখন আর সেই পরিচালকদের নাম বলে লাভ নেই। তাদের নাম বললে আমার সম্মান ফিরে আসবে না। তারা এখন নেই। তাদের হাতে কাজও নেই। যারা বলে আমার জন্য সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে তারাই আসলে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এমনটাই বলেছেন চিত্রনায়িকা মুনমুন।

তিনি বলেন, অ্যাকশন হিরোইন হিসেবে আমার একচেটিয়া মার্কেট ছিল। অ্যাকশননির্ভর ছবিতে প্রচুর মারপিটের দৃশ্য থাকত। যেহেতু অ্যাকশন ছবি, তাই একটু খোলামেলা দৃশ্য যোগ করা হতো। কিন্তু আমার কোনো খোলামেলা দৃশ্য ছিল না সেসব সিনেমায়। অন্য নায়িকারা যে ড্রেস পরেছে, আমিও সেই ড্রেস পরেছি। আমি সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক ভালোবাসি।

মুনমুন বলেন, যারা আর্টিস্টের বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেয় তারা ফিল্মের কোনো ভালো করতে পারে না। কোন সিনেমায় আমি অশ্লীল ছিলাম তার প্রমাণ দিতে পারবেন না। অশ্লীল সিনেমায় তখন সবাই অভিনয় করেছে। কিন্তু অশ্লীল দৃশ্যে তো তারা অভিনয় করেনি।

উল্লেখ্য, বর্তমানে স্বামী-সংসারই সামলাচ্ছেন মুনমুন। তার দুই ছেলে। একজনের বয়স ১১, অন্যজনের ৬ বছর। পরিবারের সঙ্গে অধিকাংশ সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি।

Bootstrap Image Preview