Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রেম-বিচ্ছেদ, পুনরায় প্রেম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৩ PM আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৩ PM

bdmorning Image Preview


দেশীয় টেলিভিশনের প্রিয় মুখ মৌসুমী হামিদ। প্রথম দেখাতেই তার প্রেমে পড়েন অভিনেতা নজরুল রাজ। প্রেমের সম্পর্কে জড়ান দুজনে। তবে সে প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। কারণ মৌসুমীকে ভুলে অন্য মেয়ের প্রেমে পড়েন নজরুল।

মৌসুমী নেপাল পাড়ি জমান। কিছুদিন পরই দ্বিতীয় প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয় নজরুলের। একা হয়ে পড়েন তিনি। মৌসুমীর খোঁজে নজরুলও নেপাল যান। তাকে নিয়ে নতুন করে সব শুরু করেন। নজরুল-মৌসুমীর সম্পর্ক আগের মতো হয়ে যায়।

বেশ ভালোই কাটছিলো তাদের দিন। গল্প, আড্ডায় মজে ছিলেন দুজনে। কিন্তু আড্ডার ফাঁকে বার বার মৌসুমীর ফোন কল আসতে থাকে। এতে বিরক্ত হন নজরুল। এই ফোন কল নিয়ে আবার শুরু হয় জটিলতা।

বাস্তবে নয়, এমনই গল্পে নির্মিত হচ্ছে একক নাটক এভাবেও ভালোবাসা যায়। বিশ্বজিৎ দত্তের মূল গল্প অবলম্বনে নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। মৌসুমী-নজরুল রাজ ছাড়াও নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। গত রবিবার (১০ সেপ্টেম্বর) থেকে নেপালে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

Bootstrap Image Preview