Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হার্ট অ্যাটাক করে সিসিইউতে হায়দার হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৪:০৫ AM আপডেট: ০৯ জুন ২০২২, ০৪:০৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন। বর্তমানে ঢাকার এভাকেয়ার হাসপাতালে সিসিইউতে রাখা হয়েছে তাকে। বুধবার (৮ জুন) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান।

তিনি জানান, মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হার্ট অ্যাটাক করেন এই গায়ক। এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নুসরাত জাহান আরও জানান, অনেক দিন ধরে ডায়াবেটিক সমস্যায়ও ভুগছেন এই গায়ক। ফলে তার চিকিৎসা নিয়ে ডাক্তাররা চিন্তার মধ্যে আছেন। আজ দুপুরে মেডিকেল বোর্ড হায়দার হোসেনের চিকিৎসার বিষয়ে জরুরি বৈঠক করবে। সেখানেই তার চিকিৎসার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে। আর তখনি জানা যাবে এই গায়কের হার্টে রিং বসানো হবে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট চলবে।

হায়দার হোসেন বাংলাদেশ বিমান বাহিনীতে একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সঙ্গে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খানের সঙ্গে কাজ করতেন। এক সময় হায়দার হোসেন নিজেই বেশ খ্যাতি পান।

তার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য-’৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘ফাইসা গেছি’ প্রভৃতি।

Bootstrap Image Preview