Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, অক্টোবার ২০২১ | ৭ কার্তিক ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

শাম্মার সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন অপূর্ব!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ১২:৫৫ PM আপডেট: ০৯ অক্টোবর ২০২১, ১২:৫৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জিয়াউল ফারুক অপুর্ব বিয়ে করছেন। গত মঙ্গলবার আঙটি বদল করেছেন। তৃতীবারের মতো যাকে বিয়ে করছেন তার নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। অপূর্ব বিয়ে করছেন, কালের কণ্ঠের পক্ষে বিভিন্ন সময় বিষয়টি জানার চেষ্টা করে হলেও তিনি ফোন কেটে দিচ্ছিলেন। পরে গণমাধ্যমকে জানান, বিয়ে করছেন ঘটনা সত্য, এ-ও বললেন এটা লুকিয়ে রাখার মতো কিছু না। 

তবে লুকিয়ে রাখার মতো বিষয় কি-না, সেটা নিয়ে ধোয়াঁশা তৈরি হলো। সাবেক স্ত্রী নাজিয়া হাসান স্পষ্টত ফেসবুকে লিখলেন, 'চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ.., নতুন বিয়ের জন্য শুভ কামনা।'

নাজিয়ার এই কথায় স্পষ্ট হয়ে গেল তাদের সংসার ভাঙার কারণ। অপূর্ব যেহেতু চার বছর ধরে প্রেম করেছেন সেহেতু অভিনেতা পরকীয়ায় যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই এই সম্পর্ক সরলরেখায় চলবে না। যার ফলে সম্পর্কটা ভেঙে গেছে। ভেঙে গেছে নাজিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংসার। 

ফেসবুকে নাজিয়ার স্ট্যাটাসে অমৃতাঞ্জয়ী শ্রেষ্ঠেশ্বরী নামের একজন মন্তব্য করেছেন, 'আপনার সাথে যখন এক ডিশ দুই কুক করল, তখনি যা অভিনয়টা করল (জানি না সেটা রিয়েল না কি আগে থেকে স্ক্রিপ্ট করা) সে এত পজেসিভ আপনার ব্যাপারে, হ্যান ত্যান, তখনি মেজাজ খারাপ লাগছে। আর এখন বুঝতেছি কেন এত ডমিনেট করতে ট্রাই করত। অসহ্য লাগে এখন অপুর্ব কে দেখলে।'

নাজিয়ার ওই পোস্টে প্রচুর মন্তব্য পড়ছে, যার ফলে অনেকটাই স্পষ্ট হচ্ছে নাজিয়া-অপূর্ব সংসার ভেঙে যাওয়ার নেপথ্যের বিষয়টি যেটা রহস্যাবৃত ছিল। শুভাকাঙ্ক্ষী ও কাছের অনেকেই এমন মন্তব্য করছেন যেটার তারা প্রত্যক্ষদর্শী। তবে এখন এটা স্পষ্ট হলো যে শাম্মা দেওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কারণেই সংসার ভেঙেছে।  

 গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

Bootstrap Image Preview