Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সহশিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করেছেন পরীমণি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ০১:৩২ PM আপডেট: ২২ জুলাই ২০২১, ০১:৩২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করেছেন পরীমণি। চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের জন্য ছয়টি গরু কোরবানি করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি।

বুধবার বিকাল ৬টার দিকে পরীমণি এফডিসির পাশে শাহ পানিপন্থি মাজারের সামনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক রানা।

এবার এফডিসিতে পশু কোরবানি নিষিদ্ধ হওয়ায় এফডিসির বাইরে ছয়টি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন বলে সপ্তাহ খানেক আগে ঘোষণা দেন পরী। 

কিন্তু পরে এফডিসির অভ্যন্তরে পশু কোরবানি না দিতে নোটিশ দেয়  এফডিসি কর্তৃপক্ষ। ফলে এফডিসির বাইরে ছয় গরু কোরবানির সিদ্ধান্ত নেন এ নায়িকা।

এ সময় পরীমণি বলেন, ‘সহকর্মীদের জন্য কোরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসির সহকর্মীদের জন্য আমি কোরবানি দেবো। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো সবসময় এভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারি।’

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার উদ্দেশ্য ছিল এফডিসির মানুষদের নিয়ে কোরবানি দেওয়া। আমি তাদের নিয়েই কোরবানি দিয়েছি।’

এফডিসিতে প্রথমবার একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরীমণি। গেলো বছর এফডিসিতে ৫টি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা। আর এবার দিচ্ছেন ছয়টি গরু।

পরী বলেছেন, যতদিন বেচেঁ আছেন, তার সামর্থ্যে চলচ্চিত্র পরিবারের জন্য পশু কোরবানি দেবেন। 

তিনি জানিয়েছেন, এরপর প্রতি বছর একটি করে গরু বাড়াবেন কোরবানির জন্য। পরীমণি এখন ঢাকাই ছবির আলোচিত নায়িকা। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পান পরীমণি। 

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'বিশ্বসুন্দরী'। গত বছর মুক্তি পায় ছবিটি। সরকারি অনুদানে তৈরি তার অভিনীত ছবি 'মুখোশ' শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে।

Bootstrap Image Preview