Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০২২ সালের মধ্যে বিয়ে করতে চাই: জ্যোতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১১:২৫ AM আপডেট: ২৩ জুন ২০২১, ১১:২৭ AM

bdmorning Image Preview


‘বিয়ের কথা বলতে বলতে বাসার সবাই ক্লান্ত হয়ে গেছেন। এই মুহূর্তে বিয়ের ইচ্ছাও নেই, তবে ২০২২ সালের মধ্যে বিয়ে করতে চাই,’ বললেন অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। তাহলে নিশ্চয় পাত্র পছন্দ করা আছে? না হলে ২০২২ সালের মধ্যে বিয়ের কথা ভাবছেন কীভাবে? উত্তরে জ্যোতি বললেন, ‘না না, একদমই না।’ বললেন, পছন্দসই পাত্র পেলে বিয়ে করবেন।

মঙ্গলবার দুপুরে আলাপে আলাপে এসব বলেন জ্যোতিকা জ্যোতি। কেমন পাত্র পছন্দ জানতে চাইলে বললেন, ‘ডেভিড বেকহামের মতো সুদর্শন কাউকে পেলেই দেরি করব না। তবে দেখতে বেকহামের মতো হলেই চলবে না, পাত্রকে অবশ্যই উচ্চশিক্ষিত, চিন্তাভাবনায় আধুনিক, ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী এবং রোমান্টিকও হতে হবে।’

জ্যোতি বললেন, ‘আমার জীবনসঙ্গী যিনি হবেন, অবশ্যই তাঁকে আমার কাজের সহযোগী হতে হবে। আমার প্রতিও সম্মান থাকতে হবে।'

জ্যোতি এ–ও বলেন, ‘ডেভিড বেকহাম ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো, ব্র্যাড পিট, জাস্টিন ট্রুডো, লিওনার্দো ডি-ক্যাপ্রিওকে আমার ভীষণ ভালো লাগে। শারীরিকভাবে ফিট পুরুষ আমার বেশি পছন্দ। এ ক্ষেত্রে ক্রিকেটারদের চেয়ে আমার ফুটবলারদেরই বেশি ভালো লাগে।’

কথায় কথায় জ্যোতি জানালেন, তিনি নিজেও এখন নিজেকে ফিট করে তোলার মিশনে নেমেছেন। নিজেকে আগের রূপে ফিরিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনার আগে জ্যোতিকা জ্যোতির ওজন বেড়ে ৭৬ কেজি হয়ে যায়। জ্যোতি জানালেন, ‘জীবনঢুলী’র সময় তাঁর ওজন ছিল ৫২ কেজি। ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার সময় ওজন হয়ে যায় ৫৬ কেজি। আর ২০১৭ সালে ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ সিনেমার সময় ৬৭ কেজি। এরপর সর্বশেষ ৭৬ কেজি। ওজন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি। গেল অক্টোবর থেকে তাই ওজন কমানোর মিশনে নামেন তিনি। ৮ মাসে কমিয়েছেন ১৭ কেজি। এখন তাঁর ওজন ৫৯-এ এসে ঠেকেছে। আগামী কয়েক মাসে আরও ৫-৬ কেজি ওজন কমাতে চান। জ্যোতি বললেন, ‘কোনো জিমে গিয়ে কিন্তু ওজন কমাইনি। খালি খাওয়ার অভ্যাস বদল করেছি। হাঁটাহাঁটি করছি।’ কোন ধরনের খাবার খাচ্ছেন জানতে চাইলে জ্যোতি বললেন, ‘সব ধরনের অর্গানিক শাকসবজি, ফলমূল খাওয়া হচ্ছে। দেশি জাতের মুরগি, মাছ এবং ডিম খাই। খাবারের তেলও বদলে ফেলেছি। নানা ধরনের গ্রিন টি পান করি।’

ওজন কমানোর এই মিশন কি নতুন সিনেমার প্রস্তুতির জন্য? ‘প্রথমত শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা। কাজ করতে ক্লান্তি লাগে। হতাশাও বাড়ে। তা ছাড়া নতুন একটি সিনেমার জন্য নিজেকে তৈরিও করছিলাম, যে চরিত্রের জন্য আমার ওজন কমানোর দরকার ছিল। সিনেমাটি এবারের সরকারি অনুদানের জন্য জমাও দিয়েছিলাম। কিন্তু অনুদান পাইনি। তবে ছবিটি আমি বানাবই। কারণ, এটা আমার স্বপ্নের একটি গল্প।’

Bootstrap Image Preview