Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, জানুয়ারী ২০২১ | ১৩ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মুহূর্তেই ভাইরাল জাহ্নবীর বেলি ড্যান্সের ভিডিও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ০১:২০ PM আপডেট: ১৩ জানুয়ারী ২০২১, ০১:২০ PM

bdmorning Image Preview


বলিউডের প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর মায়ের পথেই হেঁটেছেন। এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এ স্টার কিড। ২০১৮ সালে অভিষেকের পর অভিনয় করেছেন মোট ৭টি সিনেমায়। যার মধ্যে মুক্তি পেয়েছে ৪টি আর অপেক্ষায় আছে বাকি ৩টি।

নতুন করে আবার আলোচনায় এসেছে জাহ্নবীর ১ মিনিট ৫ সেকেন্ডের নাচের ভিডিও। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার বেলি ড্যান্সের চমক। এতে ‘অশোকা’ সিনেমার ‘জা রে পবন’ গানের সঙ্গে বেলি ড্যান্স করতে দেখা গেছে জাহ্নবীকে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন জাহ্নবী।

শেয়ারের পর তা লুফে নিয়েছে নেটিজেনরা। এখন পর্যন্ত ১৪ লাখের বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। জাহ্নবীর ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ এটির। ইতিবাচক সব কমেন্টস জমা পড়েছে ভিডিওর নিচে।

এছাড়াও শোনা যাচ্ছে, ভারতের ইতিহাসের আলোচিত সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেকে শ্রীদেবী অভিনীত ‘সীমা সনি’ চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী। বনি কাপুর পরিচালিত এ সিনেমাটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর। এ নিয়ে কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছিল।

Bootstrap Image Preview