Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রিয়াঙ্কাকে ইউনিসেফ থেকে বহিষ্কারের দাবি পাকিস্তানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৩:৫৬ PM আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


ভারতীয় বায়ু সেনা পাইটল অভিনন্দনকে তার সাহসিকতার প্রশংসায় বলিউডের তারকারাও প্রতিক্রিয়া দিয়েছে। সোশাল মিডিয়ার মাধ্যমে প্রিয়ঙ্কা চোপড়া ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে ‘জয় হিন্দ’ লেখেন। তবে পাকিস্তান এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি। ইউনিসেফ-এর শুভেচ্ছা দূতের পদ থেকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বহিষ্কারের দাবি জানিয়েছে পাকিস্তান। 

এরই মধ্যে অনলাইনে তার বহিষ্কার নিয়ে স্বাক্ষর গ্রহণ শুরু হয়েছে। কয়েক হাজার মানুষ  দাবিটিকে সমর্থন জানিয়ে অনলাইন মাধ্যমে সই করেছেন।

পাকিস্তান অনলাইনের মাধ্যমে প্রিয়াঙ্কাকে ইউনিসেফ-এর গুডউইল অ্যাম্বাসাডর থেকে সরানোর দাবি তুলেছে। পাকিস্তান লিখেছে ইউনিসেফ-এর ব্র্যান্ড আ্যাম্বাসেডর হয়ে প্রিয়াঙ্কা কিভাবে ভারতীয় বায়ু সেনার পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে টুইট করতে পারে। একজন ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে প্রিয়াঙ্কা এই কাজ করতে পারে না বলেও উল্লেখ করে পাকিস্তান। প্রিয়াঙ্কা এ পদের যোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে৷

উল্লেখ্য, পাকিস্তানের এই পিটিশনে জইশের কোনো উল্লেখ নেই। গত ১৪ ফেব্রুয়ারি জইশের আত্মঘাতী হামলার জেরে দেশের ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছে। এই ঘটনার জেরে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব ভারত পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দেখা যায়। একদিকে যেখানে বলিউডে পাকিস্তানি কলাকুশলিদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় সেখানে। অন্যদিকে পাকিস্তানে ভারতীয় ছবি রিলিজে ব্যান করা হয়েছে৷

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউড থেকে আবারও সোনালী বোসের ছবি স্কাই ইজ পিঙ্কের মাধ্যমে বলিউডে ফিরছে। এই ছবি আগামী ১১ অক্টোবর রিলিজ হবে বলে জানা যাচ্ছে৷

Bootstrap Image Preview